সৌরভ ভট্টাচার্য
 19 September 2017              
    
  তুমি যেন অলৌকিক
হাত ছুঁইনি তোমার
পাশে বসিনি
কয়েক পা হেঁটেছিই শুধু
   তাও বাজারের মাঝখানে
বাজার মিলিয়ে গেল
    তোমায় রেখে
তোমার চোখের সাথে
চোখ মিলিয়ে
ঘুরে এসেছি কতবার
বারণ করোনি,
চোখের ভাষা দুর্বোধ্য করে
    ভ্রান্তও করোনি
ফেরার সময়,
   বর্ষার ভারী মেঘের মত একটা চাহনি নিয়ে বলেছিলে
"সামলে রেখো"
সামলে রেখেছি
প্রতি বর্ষায় মিলিয়ে নিই নতুন মেঘের সাথে
আমি তোমারই আছি
   ইচ্ছায় নয়,
স্বভাব বশে