sumanasya
31 August 2025
নিজের বানানো মিথ্যা
মন নিজেই বিশ্বাস করো যদি
তখন কী হয়? কী হয়?
তখন নিঃশব্দে একটা ভূমিকম্প হয়।
=======
মন যদি উদাসীন হও
তবে একেবারে হও
চলে যাও। একবারেই চলে যাও।
ফিরে ডাকব না আর।
বারবার ফিরে আসো যদি
নৈরাজ্য তৈরি হয়।
======
কাক কাকের মাংস খায় না
মন খায়।