Skip to main content

 

আমি থ্রিলার ওয়েবসিরিজ দেখতে দেখতে একটা সূত্র পেয়েচি। এখনই বানাচ্চি না। পরে বানাব। ফেসবুকেই কাউকে কাউকে বলবখন, একটু অ্যাক্টো করে দেবে। আপাতত ফর্মুলাটা বলি,

সিরিজটা ভারতের হলে পাহাড়ের প্রেক্ষাপটে, অগো দেশের হলে কান্ট্রিসাইড। বেশ ফাঁকা ফাঁকা শান্ত মহল চারদিকে। শুরুতেই ক'টা ড্রোন শট, নইলে লংশট। শহরে ক্রাইম রেট প্রায় জিরো। হলেও খুবই এলেবেলে। কিন্তু একদিন একটা বড় ক্রাইম হবে। খুন ধর্ষণই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এইবার একজন বড় অফিসার আসবে। তার ব্যক্তিগত জীবনে নানা সমস্যা থাকবে পারিবারিক। তার ছেলেমেয়ে বউয়ের সঙ্গে কথাটথা থাকবে না। মাঝে মাঝেই মদ খাবে। ডিপ্রেশানে চলে যাবে। আবার তার কেরিয়ার রেকর্ডে কিছু দাপুটে কেস থাকলেও, কয়েকটা ঝুঁকিপূর্ণ কাজের জন্য সাসপেণ্ড থাকার ইতিহাস থাকবে। রাগী হবে, দরদী হবে। প্রচণ্ড এফিসিয়েন্ট হবে।

আচ্ছা, এই থানাতেই একজন অলস, ঘুষখোর বড়বাবু থাকবে। যে হয় হিরোকে সাহায্য করবে না, নয় উদাসীন থাকবে। একজন জুনিয়র থাকবে যে ভীষণ ডেডিকেটেডলি কাজ করতে চায়, এতদিন সুযোগে ঝাঁপিয়ে পড়বে এবং কয়েকটা এপিসোড যেতে না যেতেই খুন হবে এনকাউন্টারে। হিরো পুলিশের ভয়ানক অনুশোচনা হবে। সেই জুনিয়ারের একটা হ্যাপি ফ্যামিলি উইথ বাচ্চাকাচ্চা থাকবে, যারা তাকে আরো গিলটি ফিলিংস দেবে।

হল। এইবার ধীরে ধীরে কেস সলভের দিকে যাবে। যেহেতু ছোটো শহর সবাই সবাইকে চেনে। অনেক কেচ্ছা ইত্যাদি বাইরে আসবে। তারপর অবশেষে খুবই নিরীহগোছের লোক ধরা পড়বে। যাকে আগে থেকে বোঝাই যায়নি। এবং গল্পের অফিসার ফিরে যাবে। আবার ড্রোনশট কিম্বা লংশট।

ইয়ে মানে, এটা অনেকেরই মনে হয়েছে?