সৌরভ ভট্টাচার্য
 24 May 2021              
    
  খালি খালি হু এর পেজে আপডেট দেখছি। তেদ্রোস মুখটা ভেটকে আবার না বলে বসে,
এই যে যশ আসিতেছে,
স্মরণে রাখিবেন 
উহাতে অ্যারোসল ভাসিতেছে।
অর্থাৎ, সুতীব্র বেগে ফুসফুসস্থিত অ্যালভিওলাইয়ে গোঁত্তা খাইবার প্রবল সম্ভাবনা ঘনাইতেছে।
এই বেগ মাস্কে রুধিবার নহে,
দুইখানি কম্বলে মস্তকাবৃত রাখি তাহার অন্দরে প্রবেশিয়া 
হু আত্মরক্ষার নির্দেশ জারিতেছে।