সৌরভ ভট্টাচার্য
 14 October 2022              
    
  এক্কাদোক্কা খেলতে খেলতে কখনো হারিয়ে গেছে ঘুঁটি?
আমার হারিয়ে গেছে অনেকবার
আকাশ পাতাল তন্ন তন্ন করেও খুঁজে পাইনি
একে ওকে দোষ দিয়ে
অবশেষে নিজের কপালকে
কপালের হাতে ছেড়ে
ফিরে এসেছি নিজের হাতে কাটা ছককে ধুলোর উপর রেখে
দিন গেছে
প্রায় ভুলে গেছি যখন সে ছকটার কথা
হঠাৎ কেউ একদিন বলেছে
দেখো তো এ তোমার ঘুঁটি কিনা?
হ্যাঁ হ্যাঁ, এ আমারই তো ঘুঁটি
কোথায় পেলে?
উত্তর নেই
ফিরে এলাম
ফেলে যাওয়া ছকটার কাছে
সে ততদিনে ভুলেছে আমায়
কিছুটা অভিমানে, কিছুটা অবহেলায়
সে তর্জনী উঁচিয়ে বলেছে,
কে তুমি?
ফিরে যাও!
ফিরিনি
আবার কেটেছি নতুন ছক
আবার হারিয়েছে ঘুঁটি
কতবার তো হল
কি আশ্চর্য
তবু হারালো না
ফিরে ফিরে যাওয়ার ইচ্ছাটা!
তবু দিলাম না নিজেকে
চিরকালের ছুটি