Skip to main content

নর্দমার জলে

 কাগজের নৌকা ভাসাতে দেখলাম

   এক স্বচ্ছ দৃষ্টি শিশুকে

         ঘোর বর্ষায় ভিজতে ভিজতে,

              উজ্জ্বল উৎসুকে তাকিয়ে

                       সামনে

             কী পুলকে, কী আশায়!

বুঝলাম

    আশা বাইরের হিসাবের জিনিস না

                স্বচ্ছ প্রাণের সম্পদ

   ভাসালে ভাসে

         না ভাসালে

               না ভাসে

Category