সৌরভ ভট্টাচার্য
 17 April 2018              
    
          অনেক মহিলাদের দেখছি প্রোফাইল পিকচার কালো করছেন। প্লিজ কালো করবেন না। আমার একটা একান্ত অনুরোধ আছে। আমায় ভুল বুঝবেন না। 
 
 
        প্রোফাইল পিক কালো না করে, গুগুল সার্চ করে ভ্যাজাইনার ছবি দিন। অন্তত শিল্পীর আঁকাই দিন। এই পুরুষজাতটা বুঝুক, একটা জননাঙ্গের সাথে তার পুরুষত্বের আক্রোশের কোনো সম্পর্ক নেই। একটা জননাঙ্গের সাথে নারীত্ব/ শুদ্ধতা/ পবিত্রতা/ সতীত্ব ইত্যাদি মধ্যযুগীয় কথাগুলোর কোনো সম্পর্ক নেই। পুরুষ তার জননাঙ্গ নিয়ে যদি গর্বিত, উদ্ধত হতে পারে, একজন নারীও পারে। তার ছবি দেখলে যে মনে 'ইস' জন্মায় সে-ই প্রচ্ছন্ন ধর্ষক হওয়ার সম্ভাবনা রাখে। অনেক হয়েছে। কোনো আড়াল আবডাল নয়। দেখ তোরা। যত গোপন, যত লজ্জা তাদের লকলকে জিভ ততটাই লোভার্ত! 
 
        শোভনীয়? শালীনতা? কিসের শালীনতা? কিসের শোভনীয়তা? এত কিছুর পরেও?!!! আর কি দেখতে শুনতে বাকি রয়ে গেল? যারা অভদ্র কমেন্টস করবেন, ব্লক করুন, চিনে রাখুন। মণিপুরের ঘটনাটা মনে করুন - Rape us.. সেই নগ্ন মহিলা মিছিল। অনেক অনেক হল। কালো পিকচার মানে এই পুরুষতন্ত্রের কাছে নতি স্বীকার করা। এদের সামনে নগ্নতাকেই গর্বের সাথে সামনে রাখুন। এদের স্বরূপ বেরিয়ে পড়বে। 
 
        আমি মহিলা নই। তাই এটা হাজার বার মাথায় এলেও করতে পারছি না। সব শেষে বলি, আমার সাথে সহমত হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু আবারও বলছি আমায় ভুল বুঝবেন না। আমার দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে।