Skip to main content
5

প্রদীপে তেল ছিল। সলতেও ছিল তৈরি - যার অর্ধেকের বেশি তেলে ডোবা, অল্প কিছুটা বাইরে। পাশে দেশলাই বাক্সও রাখা ছিল মেঝেতে। সে বাক্সে এগারোটা শুকনো তরতাজা কাঠি। পিলসুজের উপরে রাখা প্রদীপ। একা বসে। দেশলাই একা শুয়ে মেঝেতে। দেবতা দাঁড়িয়ে অন্ধকারে, একা।

     কারণ অন্ধকারকে অন্ধকার হিসাবে চিনবে, কেউ নেই যে দেবালয়ে!

     সবাই অপেক্ষায় থাকে। স্পষ্ট করে বোঝে না কেউ, কীসের অপেক্ষা। কিন্তু অপেক্ষায় থাকে। কেউ এসে অন্ধকারকে অন্ধকার বলে চিনবে বলে। যে জ্বালবে প্রদীপ। যে আনবে আলো।