Skip to main content
        ...এমনকি আমার বাবার জন্মও বাংলাদেশে। জন্ম থেকে বাবা,জেঠু, ঠাকুমা, ঠাকুর্দা আরো আত্মীয়স্বজনের কাছ থেকে সে দেশের কথা শুনে শুনে বড় হওয়া। ঠাকুমার চোখ উপচে জল পড়াতে সে দেশের মাটির গন্ধ পাওয়া। ফলত সে দেশ আমার আবেগের সাথে জড়িয়ে। মানচিত্রের বাংলাদেশের থেকে জীবন্ত আমার ভাষার, সংস্কৃতির, আবেগের বাংলাদেশ। 
        সেই দেশের কোথাও যখন আমার কোনো লেখা প্রকাশের খবর পেলাম স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে উঠলাম। আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় Abu Hasan Shahriar জীকে তিনি আমায় এর যোগ্য মনে করেছেন বলে।

লেখাটির লিঙ্কঃ ক্লিক করুন