সৌরভ ভট্টাচার্য
13 June 2017
গভীর রাত। তোমার বিস্মৃতপ্রায় স্মৃতিরা বুকে এসে ভিড় করল। কোনো কারণ ছিল না, এমনিই।
যেন শুকিয়ে যাওয়া বাগানে গোপনে এল বসন্ত
যেন ভোরের শীতল বাতাস মরুভূমির বুকের উপর দিয়ে গেল বয়ে
যেন দীর্ঘ অসুস্থতার পর, একটু স্বস্তি পেলো কেউ, অকারণে, এমনিই।
~ ফৈয়জ আহমেদ ফৈয়জ