Skip to main content

শুকনো নদী। রাতের তারাভরা আকাশের দিকে তাকিয়ে বলল, আর কতদিন?

কেউ উত্তর দিল না।

ভোরবেলা এলো মেঘ। বৃষ্টি শুরু হল মুষলধারে। নদী ভাসল জলে।

রাতে তারাদের ছায়া পড়েছে উচ্ছল নদীর বুকে। তারা ফিসফিস করে নদীর কানে কানে বলল, আমরা তোমার মোহনা অবধি দেখতে পাই, জানো, তোমার রহস্য বলে কিছু নেই!

নদী বলল, মোহনায় পৌঁছানোর সুখ পাও কি?

তারারা বলল, ভোরের আলো, সেই তো আমাদের মোহনা!

নদী বলল, সে আড়াল। মোহনা নয়। মোহনা গন্তব্য তো নয়। মোহনা মিলনের সার্থকতা। গন্তব্যে পৌঁছানোর সফলতা তো সে নয়! নিজেকে হারিয়ে নিজেকে সার্থক করার যে রহস্য, সে রহস্যের খোঁজ পেলে কি?