Skip to main content

 

ভক্ত যেমন অপেক্ষা করে মন্দিরের বাইরে

আরতি শেষে পঞ্চপ্রদীপের শিখায় দু হাত বিছিয়ে আত্মশুদ্ধির আকুতিতে।

 

আমিও অপেক্ষায় থাকি তোমার

আমার দেউলিয়া দৃষ্টি বিছিয়ে

তোমায় ছুঁয়ে শুদ্ধ হওয়ার আকুলতাতে।

Category