sumanasya
 28 October 2023              
    
  প্রতিটা অসহায় নিরীহ প্রাণের মৃত্যু অবাঞ্ছিত
শুধু শিশু নয়
যদিও শিশুমৃত্যুর খবর, দৃশ্যের কাটতি অনেক বেশি
মানুষ দমকা হাওয়ার মত
দায়হীন সংবেদনশীল হতে ভালোবাসে
পাথরের মত
স্থবির মর্ম পীড়িত হতে নয়
শিকড়ের সংবেদনশীলতায়
যে সংবেদনশীলতা ধৈর্যের সঙ্গে
সত্যের মর্যাদা দাবী করে