সৌরভ ভট্টাচার্য
 27 February 2016              
    
  নদীটা যতটা সম্ভব বুকটা চওড়া করে জেগে
সারাটা বুক দিয়ে জ্যোৎস্নায় ভিজবে বলে
   চাঁদের সাথে একা
তার বুকে জল থাকুক
        না থাকুক
 সে পরোয়া করে না
পরোয়া করে না চাঁদও
তারা অনন্তকাল একে অন্যের সাথে মিশে
      অবাধ্য জেদ ওদের অপেক্ষায়
কৃষ্ণপক্ষের এক আকাশ তারা জানে সে কথা
এই কথাগুলোই ভাবছিলাম
  জ্যোৎস্নাস্নাত নদীর মাঝখানে একা
আমিও তো দাঁড়িয়ে অনন্তকাল
   তোমার জন্য
এমনিই ভাবেই একা
   বুকভরা হাহাকার
         বুকভরা আশ্বাস
     কৃষ্ণপক্ষের কালো রাত
   সব উপেক্ষা করে
তুমি জানো জানি
   আমার স্মৃতির অতলে দীপ জ্বেলে
    জাগিয়ে রাখো আমায়
         জ্বালিয়ে রাখো আমায়
  বুক পোড়ান অপেক্ষায় জ্বলছে প্রদীপ
       তোমার পথের দিকে চেয়ে