সৌরভ ভট্টাচার্য
 21 October 2014              
    
  আমি সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলব না,
তাতে তোমার ভাল লাগুক আর নাই লাগুক।
সত্য হারিয়ে উদ্বাস্তুর মত বেঁচে থাকার চেয়ে
তা অনেক ভাল।
তাতে তুমি দুরে গেলেও, কাছেই থাকবে, সত্যের
বাঁধনে।
সে দূরত্ব সইবে।
কিন্তু সত্য হারিয়ে ফেললে
তোমাকে বুকের ওপর পেলেও
থেকে যাবে কয়েক আলোকবর্ষ দূরে।
সেটা সইবে না।