সৌরভ ভট্টাচার্য
27 October 2016
তারপর?
তারপর কি রৌদ্রোজ্বল পথে হেঁটে চলে যাবে দূরে?
নাকি নদী সাঁতরে যাবে ওপারে ওই ঘন জঙ্গলে?
অথবা আচমকা হাওয়ায় যাবে মিলিয়ে কোনো গুপ্তমন্ত্র বলে?
তারপর কি রৌদ্রোজ্বল পথে হেঁটে চলে যাবে দূরে?
নাকি নদী সাঁতরে যাবে ওপারে ওই ঘন জঙ্গলে?
অথবা আচমকা হাওয়ায় যাবে মিলিয়ে কোনো গুপ্তমন্ত্র বলে?
যদি কোনোদিন বলো -
এ সব মিথ্যা!
এ তো মহামূল্যবান সময়ের অপচয়!
এ সব মিথ্যা!
এ তো মহামূল্যবান সময়ের অপচয়!
আমি বলব, সময় আমার কাছে মহামূল্যবান আকরিক নয় তো!
সময় আমার কাছে সমুদ্রের মত,
আমার আবরণ
তার এক ক্ষণের ঢেউ মাত্র
সে তো নেহাতই বাইরের আমি
তুমি সময়কে মাপো ঘটনায়, সম্পদে
আমি মাপি না।
আমি ডুবে থাকি
ঝিনুকের মত মুক্তার সাধনায়
সময় সাগর তলে
আমার চিরকালের আমি-র 'আমি'
সময় আমার কাছে সমুদ্রের মত,
আমার আবরণ
তার এক ক্ষণের ঢেউ মাত্র
সে তো নেহাতই বাইরের আমি
তুমি সময়কে মাপো ঘটনায়, সম্পদে
আমি মাপি না।
আমি ডুবে থাকি
ঝিনুকের মত মুক্তার সাধনায়
সময় সাগর তলে
আমার চিরকালের আমি-র 'আমি'