সৌরভ ভট্টাচার্য
 6 March 2021              
    
  তুমি নিশ্চিন্তে এসো
আমার নিঃস্বতা 
   আমায় লজ্জা দেয় না আর
তুমি নিশ্চিন্তে ফিরো
আমার রিক্ততা 
    আমায় কুণ্ঠিত করে না আর
শুধু যেটুকু সময় তুমি থাকো
তোমার ঘাসের মত নরম চাহনি 
     বড় পীড়া দেয় আমায়
আমার রুক্ষ মর্মে
     এতটুকু ছায়া বেঁচে নেই আর
            যে ওটুকু সময় তোমায় দিই!
যদি পারো
    ক্ষমা কোরো আমায়