সৌরভ ভট্টাচার্য
 14 June 2018              
    
  
মেয়েটা প্লাস্টিক কারখানায় কাজ করত 
কারখানায় যেতে
খারাপ পাড়ার পাশের গলিতেই যেতে হত
সবার ভাবতে শান্তি লাগত
মেয়েটা খারাপ পাড়াতেই কাজে যেত
দুশ্চরিত্র স্বামী ছেড়ে আসা 
লড়াইয়ে বাঁচা একা মেয়ে
   গরীব মেয়ে
এর চাইতে ভালো উপসংহার 
     আর কি-ই বা টানা যেত
প্লাস্টিক কারখানা রূপকথা হল
খারাপপাড়া বাস্তব হয়ে 
      লালায় মিশে রোচক হত