Skip to main content

আশেপাশের মানুষ মনের মধ্যে অজান্তে ঢুকে পড়ে। মানু্ষের মনের সবটা তো কাজে লাগে না, অনেকটা বাড়তি থেকে যায়। সেই বাড়তি মনে সে মানুষেরা ঘর বাঁধে। সেও গৃহস্বামীর অজান্তেই। হঠাৎ একদিন গৃহস্বামী শোনে তার বাড়ির অন্যঘরে কাদের যেন গলার আওয়াজ। তারা তাদের গল্প বলছে। লিখতে বলছে। এইভাবেই অনেক গল্প জন্মে যায়। এই গল্পটাও তেমনভাবেই জন্মেছিল।

সুমন মনস্থ করল ও পড়বে। পড়ল। আমি আবার আমার ঘরের মধ্যে এসে দেখলাম, সত্যি একঘরের মধ্যে কত ঘর! সুমনকে আর কি বলা....❤️