sumanasya
18 August 2024
রাত বড় ভয়ানক এখানে। এমনকি দেবীপক্ষেও। স্বয়ং দুর্গা প্রতিমাকেও পাহারা দিতে হয় সারারাত। অতন্দ্র থেকে। এত গয়না। এত আলোকসজ্জা। কে কোন লালসায় ফেরে!
বিজয়া হয়। মা মাটিখড় ছেড়ে, সব আবরণ, আভরণহীন প্রাণহীন কাঠামো হয়ে গঙ্গার পাড়ে এসে পড়েন কাদায়। তখন মুক্তি। ফেরেন মর্ত্যলোক ছেড়ে। সব পাহারা ছেড়ে।
পাহারায় ত্রুটি হলে অনর্থ ঘটে যায় এখানে। এমনকি দেবীপক্ষেও। এমনকি দশভূজারও। রাত বড় ভয়ানক এখানে।