সৌরভ ভট্টাচার্য
20 April 2021
সেদিন দেখলাম
অমন ব্যস্ত রাস্তায়
ঝরে পড়ে আছে কতশত রাধাচূড়া
গতকালের ঝড়ে ঝরেছে নাকি
রাস্তা বলেনি ওদের,
"সরে যাও তোমরা, আমার যে কত কাজ!"
রাস্তা জানে
সময় হলে ওরা এমনিই যাবে মিলিয়ে,
ধুলোয়, ব্যস্ত অবহেলায়
রাস্তা অনেক কিছু জানে
তাই কোথাও না পৌঁছিয়েও
সবার পৌঁছানোর খবর রাখে