Skip to main content

তুমি এসে দাঁড়ালে

নাই দাঁড়াতে পারতে
তবু এসে দাঁড়ালে
তুমি ডাক পাঠালে
নাই ডাকতে পারতে
তবু ডাক পাঠালে
আমি সাড়া দিলাম
আমার সাড়া না দিয়ে উপায় ছিল না কোনো
আমি এলাম
আমার না এসে যে উপায় ছিল না কোনো
তুমি আমার প্রয়োজনের নও
তুমি আমার অভিলাষ
আমি আনত হলাম না
আমি দ্রোহী হলাম না
তোমার চোখের উপর চোখ রেখে
তোমার শ্বাসের সাথে শ্বাস ভাসিয়ে
চোখ বন্ধ করলাম
বাইরে পূর্ণিমা
ভিতরে অমাবস্যা
আমি সেই অন্ধকারে অপেক্ষা করলাম
অমাবস্যায় চাঁদের উদয় দেখব বলে
এক সমুদ্রে অনন্ত ঢেউয়ের লীলায় নাইব বলে

Category