Skip to main content
হাতের আগুনে না, মনের আগুনে পুড়ল
জ্বলে উঠল সব।
আকাশে তাকালো
ভাবল কোটি সূর্য্য জ্বলে উঠবে 

জ্বলল না।
মাটিতে তাকাল
ভাবল অগ্নুৎপাত ঘটবে
ঘটল না।
পাতালে অন্তরীক্ষে গভীর আকুতি নিয়ে তাকাল কাঙালের মত।
না উঠল ঝড়, না আসল বন্যা।
ভেঙে পড়ল, খড়ের টুকরোর মত।
এমন সময় আকাশে ক্ষণিক বিদ্যুৎ চমকাল।
ও তাকালো, মুখে ক্ষীণ হাসির রেখা।
উঠে দাঁড়াল।
হামাগুড়ি দিতে দিতে নিজেকে
ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে চলল এগিয়ে।
ডাকল না কাউকে।
বুকের আগুন এল নিভে।
গাছ থেকে একটা সবুজ পাতা তুলে
মাথায় বাঁধল।
বলল, আমি পূর্ণ।

Category