Skip to main content
প্রভু

পুকুরের চার ঘাট বাঁধালে
ওয়াটার পানি অ্যাকুয়া জলে
বললে ওরে বিভেদ কোথায়?
বেড়াগুলো সব ভাঙ দেখি আয়
তাঁর ইতি কেউ করতে পারে?
সব মতই যায় তাঁরই দ্বারে
'আমার' বলে যেই ঢেকেছিস
জগৎ আঁধার সেই করেছিস
'তুমি' 'তোমার' বলতে শেখ
দু'হাত তুলে নাচতে শেখ
অহং ম'লে ঘুচে জঞ্জাল
পুঁথি শাস্ত্র ঘোর মায়াজাল
ওসব ছেড়ে ডাকতে শেখ
খুলে ফেল তোর ভড়ং ভেক
মন আর মুখ এক করে তাই
যে নামে খুশী ডাক দেরে ভাই
সব মিলবে তাঁকে মিললে
না তো শেষে বিষ গিললে
সব ফাঁকি ভাই সে ফাঁকেতে
পান্ডিত্যে কি আর পারে রাখতে
একের পিঠে শূন্য দিলে
শূন্য দাঁড়ায় সংখ্যা মূলে
এক মুছে ভাই শূন্য নিয়ে
মহাশূন্যে পা ঝুলিয়ে
ব্যর্থ হবে সাধের জীবন
আর দেরি নয়, ওঠ দেখি মন
সব পাবি ভাই মা কে পেলে
না তো বৃথাই জন্ম নিলে


(আজ শ্রী শ্রীরামকৃষ্ণদেবের পূণ্য জন্মতিথি উপলক্ষ্যে) 

Category