সৌরভ ভট্টাচার্য
3 November 2014
সময়কে বুকের ভিতর দাঁড় করিয়ে
মহাকাশের উঠোনে নিজে দাঁড়ালাম।
আমার থেকে সহস্র যোজন দুরে পৃথিবী,
ভাবলাম আমি মুক্ত এখন।
মনের মত গ্রহের সন্ধানে বেরোলাম
যা চেয়ে এসেছি যুগ যুগ ধরে।
অযুত নিযুত বর্ষ গেল, তবু পেলাম না
ছায়াপথের ধারে শুলাম ক্লান্ত শরীরে।
স্বপ্নে এলো ঝিঁঝিঁর ডাক
সমুদ্রের গর্জন
সবুজ মাঠ আর নীলাকাশ জোড়া চোখ।
বুঝলাম আমার পৃথিবীর আদলেই
আরেকটা পৃথিবী খুঁজে চলেছি এতদিন ধরে
অতিপরিচিতকেই অপরিচিতের ভিড়ে।