মা সারদাদেবীকে নিয়ে বই অনেক আছে। এই বইটা বহু আগে প্রকাশিত হয়, রামকৃষ্ণ মঠ থেকে নয়, ব্যক্তিগত উদ্যোগে, ১৯৯২ সালে, ২৫শে অক্টোবর। লেখক স্বামী অব্জজানন্দ।
বইটার দ্বিতীয়খণ্ড আমি হাতে পাই, এক সুহৃদের অনুগ্রহে, অবশ্যই পুরোনো বই। পড়তে শুরু করি। বইটার প্রচ্ছদ এঁকেছিলেন বিখ্যাত সাহিত্যিক শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়। অসামান্য লেখনী। যেন রামচরিতমানসের মত সারদাচরিতমানস বলা যায়। তুলসীদাসজী লিখছেন, এই রামচরিতরূপ মানসসরোবরে মানুষের মন যেন হংসের মত ভ্রমণ করে আত্মানন্দের সুখে। এই বইটাতেও সেই একই সরোবর রচনা করেছেন স্বামী অব্জজানন্দ। পড়তে পড়তে মনে হবে যেন সেই সময়ের সাক্ষী আমি নিজেও। বইটাতে দর্শন, ঘটনা, তত্ত্ব, তার বিশ্লেষণ সব থাকা সত্ত্বেও রামচরিতমানস যেমন সুখপাঠ্য, এও তেমন।
আমি আমার পুরোনো বইটা পড়তে পড়তে ভাবতাম এই বই হারিয়ে যাবে? তবে তো সত্যিই বিরাট ক্ষতি। কিছুতেই কি পাওয়া যায় না! এমন সময় জানলাম রামকৃষ্ণ
মিশনের উদ্বোধন প্রকাশনী থেকে এই বইটা প্রকাশিত হয়েছে। গতকালই। কি যে আনন্দ হল বইটা হাতে পেয়ে!
বইটার সঙ্গে মায়ের একটা চিঠি আছে। আগের প্রকাশনীতে চিঠিটা একটা পাতায় ছাপা থাকত। এবারে বইটার মধ্যে একটা খামে করে চিঠিটা আলাদা করে দিচ্ছেন ওঁরা। তার মাধুর্য আরো অন্যরকম। যেন আপনার হাতে মায়ের চিঠি এসে পড়েছে।
মা সারদার জীবনীর উপর যদি আগ্রহ থাকে তবে আমার মনে হয় এ বইটা অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন।
মূল্য ৬৫০/-, পৃষ্ঠা সংখ্যা ৫১৬।