সৌরভ ভট্টাচার্য
27 March 2015
তোমাকে বাগানে বেড়াতে নিয়ে গেছি দুবেলা
তোমার দু-হাত ধরে, আমি নিজে।
ভুলে গেছ।
তোমার মনে আছে শুধু সে কদিনের কথাই
যে কদিন তোমার মন খারাপ ছিল,
তোমার খোলা বাতাসের দরকার ছিল
যে দিনগুলোতে সবচেয়ে বেশি
কিন্তু দেখো, আমার তোমাকে দরকার ছিল
রোজ, দুবেলাই-
বাগানে, খোলা বাতাসে
অথচ, সে কথা বুঝতেই চাইলে না,
কত ভোরের শিশিরে পা ভেজানো
আর বিকালের পড়ন্ত রোদের চুম্বন
ভুলে গেলে অনায়াসেই
পরিত্যক্ত পাখির নীড়ের মত
স্মৃতির খড়কুটোয় আমি একা এখন।