সৌরভ ভট্টাচার্য
22 March 2015
যে, কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে না, সে নির্বোধ।
যে, সব পরিস্থিতিতেই দারুনভাবে নিজেকে মানিয়ে নিতে পারে, সে অত্যন্ত চালাক।
যে, কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে আর কিছু পরিস্থিতিতে বিদ্রোহ করে ওঠে, সে তোমার আমার মত সাধারণ মানুষ। সে কাঁদার পর চোখ মুছে, শক্ত দেওয়ালের মত বাধাটা দুহাতে প্রাণপণ করে ঠেলে সরিয়ে দিতে চায়, আবার সূর্য্যোদয়ের সাক্ষী হব বলে। তা শুধু নিজের জন্য না, পিছনে যে কচি মুখগুলো আসছে তাদের জন্যই আরো বেশি করে।