sumanasya
20 October 2025
যা শুনলাম, শীত মাঝপথে পড়া ভুলেছে। মাষ্টার বলেছে, যাও যাও, পেছনের বেঞ্চে গিয়ে বসো। আবার পড়া মুখস্থ করো। তাই শীত পেছনের বেঞ্চে বসে বসে আবার পড়া মুখস্থ করছে। ইতিমধ্যে গরম আবার সামনের বেঞ্চে এসে দাঁড়িয়েছে। সে পড়া বলেই যাচ্ছে... বলেই যাচ্ছে। আসলে ওর সিলেবাসটাই অনেকটা কিনা। তবে শুনেছি বর্ষাও নাকি মাঝে মাঝে হাত তুলছে.... ওরও নাকি পড়া বলার আছে। শীতটা যে কী করে.... না যায় পড়া নিয়ে সুপর্ণার পাড়ায়.... না যায় আমলকিবনে....