সৌরভ ভট্টাচার্য
19 March 2020
সকালে উঠিয়া আমি মনে মনে বলি।
সারাদিন আমি যেন হাত ধুয়ে চলি।।
আদেশ করেন যাহা কর্মকর্তা জনে।
আমি যেন করি তাহা রহি গৃহকোণে।।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি।
দূরত্ব রাখিয়া যেন করি মিশামিশি।।
সুস্থ পরিবার গড়ি, নাহি গড়ি মেলা।
হেথাহোথা কফথুতু বন্ধ হোক ফেলা।।
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
রোগ আবরিয়া যেন না রহি গৃহে সুখে।।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি।
মাস্ক পরিধানে যেন নাহি দিই ফাঁকি।।
গুজব ত্যাজিয়া চলি, না ছড়াই কারো সনে।
সকালে উঠিয়া এই বলি মনে মনে।।
সৌরভ ভটচায ভণে কোরোনা যুদ্ধরীতি।
সবে মিলি নামি রণে ত্যাজি ভয়ভীতি।।
সারাদিন আমি যেন হাত ধুয়ে চলি।।
আদেশ করেন যাহা কর্মকর্তা জনে।
আমি যেন করি তাহা রহি গৃহকোণে।।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি।
দূরত্ব রাখিয়া যেন করি মিশামিশি।।
সুস্থ পরিবার গড়ি, নাহি গড়ি মেলা।
হেথাহোথা কফথুতু বন্ধ হোক ফেলা।।
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
রোগ আবরিয়া যেন না রহি গৃহে সুখে।।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি।
মাস্ক পরিধানে যেন নাহি দিই ফাঁকি।।
গুজব ত্যাজিয়া চলি, না ছড়াই কারো সনে।
সকালে উঠিয়া এই বলি মনে মনে।।
সৌরভ ভটচায ভণে কোরোনা যুদ্ধরীতি।
সবে মিলি নামি রণে ত্যাজি ভয়ভীতি।।