Skip to main content

অপেক্ষায়

অপেক্ষায়
আশঙ্কার পায়চারি
      মনের দালানে উঠানে


(ছবিঃ সমীরন নন্দী)

বরফের নীচে

বরফের নীচে মৃত মাছের শরীরকে তাজিয়ে রাখার কৌশল
কথার উষ্ণ তাপে মৃত ভালবাসাকে তাজিয়ে রাখার অভিনয়

 

স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখো

স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখো
  না হলে আকাশ থাকবে মাথার উপর
               ওড়ার জন্য ডানা থাকবে না

অবশেষে বুক চিরল

অবশেষে বুক চিরল
ছড়াল রঙ, সুর জাগল

(ছবিঃ সমীরণ নন্দী)

জাতিস্মর মৃত্যুঞ্জয়

তোমার গায়ের গন্ধে - আমি জাতিস্মর
তোমার হাতের স্পর্শে - আমি মৃত্যুঞ্জয়

তুমি কোন দিকে দাঁড়িয়ে

তুমি কোন দিকে দাঁড়িয়ে?
  আমার ছায়া জিজ্ঞাসা করেছিল আমায়

আজ আমি জিজ্ঞাসা করছি তোমায়

মৃত শরীরই কঠিন শুধু না

মৃত শরীরই কঠিন শুধু না, মৃত মনও কঠিন হয়
জীবন জলের মত নমনীয়,
   যার স্রোতে পাথরও দ্বিখন্ডিত হয়

হঠাৎ হারিয়ে যেতে

হঠাৎ হারিয়ে যেতে অনেকেই তো চায়
ফেরার চাবিটা কেউ কেউ-ই ফেলে রেখে যায়

Subscribe to পরমাণু কবিতা