Skip to main content

জানো না

তুমি শূন্যতা দেখো, আমি দেখি আকাশ।
এত ভয় কেন তোমার? জানো না -
       আকাশের নিলাম হয় না!

ভোলেনি

ধুলো ভুলেছে। রাস্তা ভুলেছে।

     ভোলেনি মনের কৃষ্ণপক্ষ।

            আর মাড়িয়ে আসা কৃষ্ণচূড়া।

মনে নেই, মনে আছে

কথাগুলো মনে নেই,
    দৃষ্টিটা মনে আছে

কাঁটার মত বিঁধে আছে

যেনতেনপ্রকারেণ

যেনতেনপ্রকারেণ রাস্তাটা পেরিয়েও যাওয়া যায়
তবু সোজা মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকার কি যেন একটা দায়!

লোকটা পুকুর ঘাটে

লোকটা পুকুর ঘাটে নাইতে যেতে পারত না, তার মনে কেমন যেন ভয়
জলে কেন তার মুখের ছায়া পড়ে? নিজের চোখে চোখ রাখতে হয়!

মৃত প্রতিশ্রুতিরা

অকাল মৃত প্রতিশ্রুতিরা আনাচে কানাচে চোখ মেলে চেয়ে
ভাষার জালে যুক্তি খোঁজা
      তীরগুলোর মুখ যদি অন্য দিকে ফেরে

অপেক্ষায়

অপেক্ষায় কেউ থাকে না, আয়না ছাড়া
অভিমান কেউ ভাঙায় না, বৃষ্টি ছাড়া

(ছবিঃ সমীরন নন্দী)

Subscribe to পরমাণু কবিতা