Skip to main content

আমার মত দেখতে, অথচ আমি নই
এমন একজন
ছায়ায়, আব-ছায়ায় আমার সাথে ঘোরে।


সে বাইরে যখন আসে, তখন আমার 'আমি' উধাও-
ফিরে দেখি
ধুলোয় তার পায়ের ছাপ, বাতাসে চেনা-অচেনা মেশানো গন্ধ,
বুঝি, সে বাইরে এসেছিল।


তাকে দেখেছি
বিদ্যুতের ক্ষণিক চমকে কখনো কখনো-
আত্মমগ্ন ধীর নির্বিকার


আমি জানি সে-ই উৎস আমার প্রাণের,
আমি তার ছায়া, তার চিন্তার স্ফুলিঙ্গ
আমার অস্তিত্বের নিগুঢ় তত্বের সে জ্ঞাতা
তার ভয় নেই, খোঁজ নেই, তাড়া নেই।

 
আমাতে স্বাধীন সে অনন্তকাল-
শুধু আমি থেকে গেলাম পরবাসে
তাকে ছেড়ে, এ দুয়ের মধ্যে হয়ে একা।

Category