সৌরভ ভট্টাচার্য
24 August 2020
প্রার্থনা
রচনা: সৌরভ ভট্টাচার্য্য
আবৃত্তি পাঠ: সংহিতা ব্যানার্জী
মূল কবিতা
=========
টব আছে
মাটি আছে
চারাগাছও আছে
মনে সাধ
চারাগাছটা হোক মহীরুহ
মনে শঙ্কা
সে মহীরুহ চিড় ধরাবে টবের
আমার বাগান ছেড়ে হবে বনের
চারাগাছ, তুমি আমারই থেকো
মহীরুহ, আমিই তোমারই হলাম
আমায় শঙ্কা মুক্ত করো
জল নাও। মাটি নাও। বাতাস নাও।
মহীরুহ, তুমি আমাকেও নাও।
ভোরের প্রথম আলো -
পড়ুক এসে
তোমার পাতায়, তোমার ডালে, পাখির নীড়ে
পাখিরা হোক বৈতালিকের দল
আমি হই তোমার একটি পাতা