Skip to main content

সারাটা গাছ জুড়ে বিবর্ণ পাতা
ব্যর্থ সূর্য্যের আলো খুঁজে ফিরছে নতুন সবুজ রঙ
গাছটার নীচে ঝরে পড়ে থাকা হলুদ পাতার দল
ইশারায় ডাকছে
আয়    আয়    আয়
কচি পাতা সূর্য্যের মুখের দিকে তাকিয়ে ডাকছে
আয়    আয়    আয়