Skip to main content
        গুগুলের পেজটায় দেখেছেন? ওটা কিসের লোগো, অসভ্য! ওই যে গো ওদের, হোমো না কি যেন বলে না? ম্যাগো! 
        সতীদাহ, বাল্য বিবাহ, বিধবাবিবাহ, বহুবিবাহ, আর আজ...একটা একটা করে আমাদের সংস্কৃতির এক একটা যুগান্তজীবী পরম্পরা সব শেষ করে দেওয়া হচ্ছে। এ চক্রান্ত। এ অন্যায়। মেনে নেওয়া যায় না। আমি কত পোস্ট পড়ছি তো, তারা বিরোধীতায় সোচ্চার হয়েছেন। দেশটা উচ্ছন্নে দেবে সব, আর আমরা হাঁ করে তাই দেখব! অনেকে লিখছে না, হুম, আমি দেকিচি। আমার অনেক বন্ধু এই ঐতাহাসিক রায় নিয়ে টুঁ শব্দটুকুন করেনি গো, আরে পাছে লোকে হোমো ঠাওরায়! এমনকি যারা আমার নেকা রোজ পড়ে, লাইক দেয়, কেউ কেউ শেয়ার করে - তারাও চুপ। নীরব। 
        এসব হল আমেরিকার চক্রান্ত, বুইলেন কিনা। আমার এক পরিচিত, এক সন্ন্যাসীকে নিজের সমকামিতা নিয়ে জিগায়েছিল। তিনি আই আই টি পাশ সন্ন্যাসী, তো সে ভেবেছিল বুঝি তিনি উদারপন্থী হবেন, আশাও মাইরি, ধার্মিক উদারপন্থী - সোনার পাথরবাটি। তা সে সন্ন্যাসী তাকে বলল, তুমি মেয়েদের সাথে ইয়ে করা অভ্যাস করো, ওসব ব্যামো কেটে যাবে। প্রয়োজন হলে ওসব জায়গায় যাও....
        সে আজ বিবাহিত। 'জগবন্ধু বিবাহ করিয়া প্রমাণ করিল, সে হোমো নয়'....