সৌরভ ভট্টাচার্য 1 August 2018 তুমি নিশ্চুপ আমিও ওরা কারা, যাদের কণ্ঠস্বরে অবয়বহীন অনৈতিহাসিক সত্য? তুমি বিভ্রান্ত আমিও ওরা কারা, যাদের সবকটা পথে সুনির্দিষ্ট অশ্বমেধের অশ্ব? তুমি বালিঘড়ি, উপরপক্ষ আমি তো বালি শূন্য ওরা কারা, যাদের ঘড়ি সময়ের না, রাজ অঙ্গুলি ভক্ত? Category কবিতা Log in or register to post comments4 views