Skip to main content


গন্তব্য নেই আর গন্তব্য হারিয়েছে - এমন দুজন রেল স্টেশানে দাঁড়িয়েছিল

যার গন্তব্য আছে, তার ব্যস্ততা দেখে
  যার গন্তব্য নেই মৃদু হেসেছিল 
    যার গন্তব্য হারিয়েছে লজ্জা পেয়েছিল

সিগন্যাল হল
লাইন জোড়া হল
ইঞ্জিনের ধোঁয়া দেখা গেল

ট্রেনটা এলো না

ওরা তিনজন তিনটে ঢিপির উপর বসে
  লাইন দুটোর উপর সূর্যাস্তের ছাপ ছাপ লালরঙ
    মাথার উপর ঘরে ফেরা পাখিদের কাকলি

Category