সৌরভ ভট্টাচার্য
 15 December 2014              
    
  অনেকটা পথ-
কিছুটা প্রান্তর থাকবে, হাল্কা হাওয়া নিয়ে
কিছুটা সমুদ্র থাকবে, ঝোড়ো হাওয়া নিয়ে
কিছুটা জঙ্গল থাকবে, হারিয়ে যাওয়ার সুখ নিয়ে
কিছুটা মরূভুমি থাকবে, বালি ঝড়ের সংশয় নিয়ে
কিছুটা হিম শৈল থাকবে, মৃত্যুর পরোয়ানা নিয়ে
আর কয়েকটা সুড়ঙ্গতো থাকবেই, ঘুটঘুট্টে অন্ধকার নিয়ে
যাই থাকুক,
ওরা আসবে যাবে
আমার সাথে থাক চলা, শুধুই চলা।