Skip to main content


আমিও অপেক্ষায় আছি 
      পাঁচিলটা ভেঙে পড়তে দেখার
আলোর মজলিশ ঘিরে জীবনের উৎসব 
        আমিও অপেক্ষায় আছি

অনবরত উতলা হাওয়া
আলগা ঢেউয়ে নাগরদোলা
ভেসে আসতে পারে
  নাও তো পারে
      তবু এক আঁজলা জলে চুমুক দেওয়া

অকারণ অনুতাপ
আগুন নেভা উনুন ঘিরে গুঞ্জন
ভিজে কাঠের স্তূপে হোমাগ্নির স্তব
কে ফিরে যাও, দিগন্তরেখাকে লক্ষ্য করে?
ফিরে এসো
    এখনই একটা ওলটপালট হতে পারে

Category