সৌরভ ভট্টাচার্য
17 July 2018
১
আমিও অপেক্ষায় আছি
পাঁচিলটা ভেঙে পড়তে দেখার
আলোর মজলিশ ঘিরে জীবনের উৎসব
আমিও অপেক্ষায় আছি
২
অনবরত উতলা হাওয়া
আলগা ঢেউয়ে নাগরদোলা
ভেসে আসতে পারে
নাও তো পারে
তবু এক আঁজলা জলে চুমুক দেওয়া
৩
অকারণ অনুতাপ
আগুন নেভা উনুন ঘিরে গুঞ্জন
ভিজে কাঠের স্তূপে হোমাগ্নির স্তব
কে ফিরে যাও, দিগন্তরেখাকে লক্ষ্য করে?
ফিরে এসো
এখনই একটা ওলটপালট হতে পারে