সৌরভ ভট্টাচার্য
26 November 2018
কেউ কেউ তবে কাব্য বোঝে?
তোমার রচিত বিশ্বরাজ যে
কোন ভক্তের কি মোহ ঘোরে
আজ সে মাটির আসন খোঁজে?
বল্মিক যত বল্মিক আজ
ধুলোয় ধুলোয় ওড়ে
ওগো আদিকবি,
শানিত অস্ত্র, হুংকার কেন
পূজা স্তবমালা ঘিরে?
রাজাসন কি বনবাসে যার
মুখারবিন্দ হয়নি গো ম্লান
একি সংকটে আজ ওগো কবি
তোমার দেখা সে চরিতের ধ্যান