Skip to main content

সত্যিই তুমি জানতে? বলোনি তো আগে? 
খুব স্বার্থপরের মত গিয়েছিলাম, দাবী দাওয়া নিয়ে
তুমি বুঝতে দিলে না তো তুমি বুঝেছো!
বাড়ি ফিরে এলাম। যা এনেছি সব আছে।
যা যা চেয়েছি সব ভরে ভরে দিয়েছ সাজিয়ে।

তবু সারাটা দিন মনে এতটুকু শান্তি পেলাম না 
কি যেন একটা মস্ত ফাঁকি -
   আমার সমস্ত লাভকে করছে ব্যঙ্গ, অলক্ষ্যে।
 আমার সমস্ত কৌশল, মতলব যেন তুচ্ছ হয়ে যাচ্ছে
    যেন হেরেই গেলাম আমি।

কিন্তু কেন কেন কেন?

 বারবার করে গুনলাম। না তো, কিছুই দাওনি ফাঁকি!
তবু কেন এ অস্বস্তি, কিসের এ ক্ষোভ! কি রইল বাকি?

ঘুমহীন রাতে বিছানায় শুয়ে
  সারাদিনের আত্মযুদ্ধে ক্লান্ত বিষণ্ণ প্রাণ।
 হঠাৎ দেখি একটা তারা খসল
 
   অমনি বাকি তারাগুলোর দিকে তাকিয়ে
 
            মন উঠল কেঁদে।
 এত ক্ষণিক মুহুর্ত লাগে, শূন্য হতে
                       যুগান্তরের থাকা!
 
চমকে গিয়ে বুঝতে পারলাম কিসের অভাব আমার
সব এনেছি, ওগো তোমার কাছে সুকৌশলে, চোরা মতলবে
  শুধু আনা হয়নি তোমার প্রাণ জুড়ানো হাসি
 তাই সব এনেও, মিথ্যা মিথ্যা হল সব
   তাই সবই যে আজ কালোয় কালোয় ঢাকা

এখন পূব আকাশে ভোরের কোমল আলো
    আমার প্রাণে লাগল ঠাণ্ডা ভোরের হাওয়া
  ঘরময় সব ছড়িয়ে আবর্জনা

আসছি আবার, ওগো ফিরছি আবার
 আর ঠকব না গো, ঠকাবোও না
  সবটা প্রাণ নিয়েই নেমেছি পথে
    দরজার পাশে ডাকের অপেক্ষায় আছি
 আজ ভিক্ষার পাত্র নেই
    এনেছি তৃষ্ণার্ত চোখ
         পিপাসিত প্রাণ
       জুড়াও আমায় দিয়ে তোমায়
         তোমার প্রসন্নতার হাসি


(ছবি - ইন্টারনেট}


Category