Skip to main content

"আসলে আমায় কেউ চায় না

কেউ সত্যিকারের ভালোবাসে না
আমি একা, সম্পূর্ণ একা,
      নিঃসঙ্গ, অসহায়...
আহা রে, আমি বেচারা রে!"

ইহা একপ্রকার চোরাবালি বিশেষ!

        ইহার খপ্পরে একবার পড়িয়া, তাহা হইতে আপনাকে ত্রাণ করিতে পারিয়াছেন, এমন মানুষের সংখ্যা নিতান্তই কম!

        সুতরাং সাবধান! ইহা বিশ্বাস করিয়া ঠকিবেন না।


        ইহা কাব্যি না, কবিকল্পনা না, utopia না...

        মানুষ যেমন হিংসা, ঈর্ষা না করিয়া বাঁচিতে পারে না, তেমনই ভালো না বাসিয়াও বাঁচিতে পারে না। এবং এই শেষেরটিই যে অতিমূল্যবান বস্তু সে পশুতে বোঝে আর মানুষে বোঝে না? বললেই হল? অ্যাঁ! একজন অপরিচিত মানুষের অকালমৃত্যু শুনলেও প্রাণটা গোত্তা খায়, সে কিসের জন্যে, হুঁ! রহস্য..গভীর রহস্য....চিত্তের অতল গহ্বর! মাপতে যাও লবডঙ্কা.. ডুবতে যাও...

    "ও মন কখন শুরু, কখন যে শেষ..কে জানে..."


        কথাটা এই, মানুষ মাত্রেই গুরুচণ্ডাল। রোজের জীবনে না তো মহাপুরুষরা কামে আসে, না মহিষাসুর সামলানো লাগে। বরং ঝগড়াঝাঁটি করা লাগে। মন পরিষ্কার হয়। চাট্টি ভালো কথা বলা-শোনা লাগে। মন হাল্কা হয়। তারপর শত্রু-মিত্র জগতময় রেখে পাড়ি দেওয়া লাগে। তখন কিসির হিসাব কেডা করে? যে কডা মনে জায়গা পাইলা...রইলা...না পাইলা...খেল খতম পয়সা হজম...বুঝলেন বাবুমশায়রা...

আসেন সমুদ্দুরের ধারে আমরাও বেলুন নিয়ে হাঁটতে হাঁটতে গাই...


        "জিন্দেগি ক্যায়সি হ্যায় পহেলি হায়....

             কভি তো হাসায়ে... কভি ইয়ে রুলায়ে.."