সৌরভ ভট্টাচার্য
23 October 2019
নিঃশব্দ শিশিরধারা
যেমন শুকিয়ে যাওয়াও নিঃশব্দে
আড়ম্বরহীন, উদাসীন
যদি এই সময়ের ব্যবধানটুকুতে
হেঁটে আসতে পারো
নিঃশব্দে
খোলা আকাশের নীচে
বুকের ভিতর একটা সাদা পতাকা তুলে
বুঝতে পারবে
কি গভীর নীরব অনাড়ম্বর অস্তিত্ব
তোমায় আমায় ঘিরে
জেগে অহর্নিশি
শুধু আমাদের নিঃশব্দ
অনাড়ম্বর হওয়ার অপেক্ষায়
যে অপেক্ষা অবিনাশী