Skip to main content

একটা অদৃশ্য প্রদীপ জ্বলছে
  অদৃশ্য অন্ধকারের বুক চিরে
দমকা এক অদৃশ্য হাওয়া
     তাকে নেভাতে এলো
অদৃশ্য আতঙ্কে হৃদয় উঠল কেঁপে
 নীরব প্রার্থনা রইল ভোরের কুঁড়ির মত
             পূবাকাশে চেয়ে
     সারা গায়ে তার শিশির অশ্রুজল

অদৃশ্য অশ্রুত কণ্ঠে বাজল অভয়বাণী –
  আলোর কেন্দ্রে জাগে না অন্ধকার
তুমি আলো, বিষাদের কালো মেঘে ঢাকা
সংশয় বিলুপ্ত হবে ধৈর্য শিখানলে
   আমার চরণপদ্ম তোমার শান্তচিতে
                প্রেমালপনায় আঁকা!

Category