সৌরভ ভট্টাচার্য
6 March 2016
একটা অদৃশ্য প্রদীপ জ্বলছে
অদৃশ্য অন্ধকারের বুক চিরে
দমকা এক অদৃশ্য হাওয়া
তাকে নেভাতে এলো
অদৃশ্য আতঙ্কে হৃদয় উঠল কেঁপে
নীরব প্রার্থনা রইল ভোরের কুঁড়ির মত
পূবাকাশে চেয়ে
সারা গায়ে তার শিশির অশ্রুজল
অদৃশ্য অশ্রুত কণ্ঠে বাজল অভয়বাণী –
আলোর কেন্দ্রে জাগে না অন্ধকার
তুমি আলো, বিষাদের কালো মেঘে ঢাকা
সংশয় বিলুপ্ত হবে ধৈর্য শিখানলে
আমার চরণপদ্ম তোমার শান্তচিতে
প্রেমালপনায় আঁকা!