Skip to main content

যে মানুষ বলে, আমি কাউকে ভয় করি না।


আমি তাকে ভয় করি। 

যে মানুষ বলে, আমি অত্যন্ত কঠোর জীবনযাপন করি, এ আমার ধর্ম। 

আমি তাকেও ভয় করি, 
যে নিজের উপর কঠোর হওয়াকে গর্বের বলে জানে, সে অন্যের উপর নিষ্ঠুর হওয়াকে জানে দায়িত্ব বলে। 

যে মানুষ বলে, আমি স্পষ্টবক্তা, আমি কোনো কথা রেখেঢেকে বলি না।

আমি তাকে ভয় করি। 
সে সত্যকে নিজের ঔদ্ধত্যের মধ্যে স্পষ্ট করে জানে, অস্ত্রের মত। সত্য কি অস্ত্র? 

যে মানুষ বলে, আমি স্বাধীন, গোটা জীবনটাই আমি শুধু নিজের বিবেকের বা বিবেকের প্রতীক অমুক মানুষের কথা শুনে চলি। 

আমি তাকে ভয় করি। কারণ সে চারদিকে তাকিয়ে এক মনুষ্য জাতি দেখতে পায় না, 
দেখতে পায় শুধু দল, সম্প্রদায়। 

আমি সে মানুষকে ভালোবাসি,
তাকেই নিরাপদ হিসাবে জানি,
   সবকিছুর শেষে অবশেষে যে মানুষ
         শুধুই মানুষ
              দয়া, মায়া আর সুযুক্তিতে ঘেরা
                  দু পায়ে মাটিতে দাঁড়ানো 
                         আমাদের মত কেউ

Category