Skip to main content
satya

নিন্দুকের সত্য, আর দরদীর সত্য তো এক নয়।

নিন্দুকের সত্য রুদ্ধ তালার মত। তালা দিয়ে চাবি হারিয়ে ফেলে।

দরদীর সত্য চাবির মত। বন্ধ তালা খুলে বেরোবার রাস্তা করে দেয়।

 

(ছবি - Joyee Barik)