Skip to main content


রাস্তায় খানিক বৃষ্টির জল জমে
চলতে গিয়ে থমকালাম আনমনে

মন বলল, দাঁড়াই না চল, 
                 ঐ জলের মাঝখানে
ভাবতে ভাবতে দাঁড়িয়ে গেলাম, 
                     বারণ কি আর মানে?

জলে ভাসে নীল আকাশের ছায়া
মধ্যিখানে আমি,
যেন আকাশেতেই দাঁড়িয়ে আমার কায়া!

আমার পা ভিজল, চটি ভিজল জলে
মন ডুবল নীলাকাশের নীলে

ঠিক এমনই হয় জানো-
মাথা যখন রাখি তোমার বুকে
এমনি ভাবেই মন ডুবে যায় 
                       নীল অনন্ত সুখে।

Category