সৌরভ ভট্টাচার্য
25 September 2019
বিদ্বেষ এখন সুনিশ্চিত যুগচালক
দ্রৌপদী থেকে নাদিয়া মুরাদ
মানুষ থেকে শরীর হতে হতে
খড়কুটো খোঁজে
যুগকবিরা ব্যস্ত অন্তমিলের নেশায়
কথার শেষে নাকি সুর মেলাতে হবে
মিলতেই হবে
দ্রৌপদী থেকে নাদিয়া মুরাদ
মানুষ থেকে শরীর হতে হতে
খড়কুটো খোঁজে
যুগকবিরা ব্যস্ত অন্তমিলের নেশায়
কথার শেষে নাকি সুর মেলাতে হবে
মিলতেই হবে
তুমি খারাপ শব্দ উচ্চারণ কোরো না
আমিও করব না
আমিও করব না
একটা গতি পরিবর্তন হচ্ছে
সব গতি পরিবর্তনের আগেই
বেনো-কাদা জল নামে।
সব গতি পরিবর্তনের আগেই
বেনো-কাদা জল নামে।
তুষার শুভ্র শৈলশিখর থেকেই নামে।
লোকে অবাক হয়ে বলে
"এমন কঠিন পরুষ শিলাধারা!
ওই শ্বেতশুভ্র হিমালয় থেকে!"
"এমন কঠিন পরুষ শিলাধারা!
ওই শ্বেতশুভ্র হিমালয় থেকে!"
সব যুগেই বলে
দ্রৌপদী থেকে নাদিয়া মুরাদ
মানুষকে আবার মনুষ্যত্বে বরণ করে
মানুষকে আবার মনুষ্যত্বে বরণ করে
কালের গতি শান্ত হয়
নতুন স্রোতে ফেরে
নতুন স্রোতে ফেরে