Skip to main content

নারায়াণ ডাকি কহে
জুকেরবাগেরে
ফেসবুক জুড়ি কেন
  ক্রন্দন রোল ওঠে
জুকেরবাগ বলে
প্রভু বাংলা না জানি
ছবি পর ছবি হেরি
অর্থ না বুঝি
নারায়াণ বলে শুনো
নারদেরে আনো
সে ব্যাটা নিশ্চয়ই জানে
সন্দেহ নাই কোনো
নারদ আসিয়া, সব
শুনি কহে প্রভু
বাঙালি বিবাগী হইল
শোকে হাবুডুবু
কেহ ছাড়ে সিংগল ছবি
কেহ দেয় কোলাজ
যাহারা ত্যাজিল প্রাণ
কেহ নাহি পড়ে বাদ
এত শীঘ্র এত ছবি
কেমনে সৃজিল
প্রভু প্রশ্ন শুনি নারদ
ঈষৎ হাসিল
কহেন নারদ, প্রভু
ফটোশপ এবে
আপনার চাইতেও
সৃষ্টি হয় দ্রুত বেগে
শোক শ্রদ্ধা ছাপি যায়
মুহূর্মুহু করি
শেয়ারে শেয়ারে
ফেবুভাণ্ড যায় ভরি
নারায়ণ কহে তবে
ধন্য ধন্য করি
ধন্য জুকেরবাগ তুমি
তোমার নাহি জুড়ি
নারদ হাসিয়া কহে
ওগো দীননাথ
তুমিও শেয়ারেতে
 নাহি যাও বাদ
কতশত ছবি নিত্য
ঘোরে ইতিউতি
টাইমলাইন জুড়ি
কেবলই ভকতি
দীর্ঘশ্বাস ফেলি
তবে নারায়ণ কহে
হৃদয়ে গোপনে কিছু
না রহিল তবে
সবই দেখি শেয়ারের দ্রব্য এবে হায়
জুকেরবাগ একি দিন আনিলে ধরায়
নারদ কহে প্রভু
না করিয়ো শোক
ত্রিলোক হইতে এবে
হইল চতুর্লোক
জীব তাহারে ভার্চুয়াল নাম দিল এবে
এ সংবাদ এইখানে শেষ করি তবে